নিউজপিডিয়া আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত মানচিত্র নিয়ে নিজেদের দাবিতেই অনড় নেপাল। লিম্পিয়াধুরা, লিপুলেখ এবং কালাপানি- সংশোধিত মানচিত্রে ভারতের এই তিনটি এলাকাকে নিজেদের বলে দাবি করেছিল নেপাল৷ সেই অনুযায়ী সংবিধানেও তা পাশ করিয়েছে। আর সেই সংশোধিত মানচিত্রের চার হাজার কপি আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ভারতের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নেপালের ল্যান্ড ম্যানেজমেন্ট দফতরের মন্ত্রী পদ্ম আরিয়াল।
সংশ্লিষ্ট দফতরকে ইংরেজি ভাষায় সংশোধিত মানচিত্রের চার হাজার কপি ছাপিয়ে তা আন্তর্জাতিক মঞ্চে পাঠাতে নির্দেশ দিয়েছে নেপাল সরকার৷ যদিও বরাবরই ভারত তাদের দাবি নাকচ করেছে কিন্তু নেপাল তার অবস্থানে অনড়। এর মধ্যেই নেপাল সরকার প্রায় ২৫ হাজার মানচিত্র ছাপিয়ে তা দেশের জনগনের মধ্যে বিতরণ করেছে।