নিউজপিডিয়া ডেস্ক, ১৩ জুনঃ উত্তরাখণ্ডের তিনটি এলাকা নিজেদের দাবি করল নেপাল! শনিবার সে দেশের হাউস অফ রিপ্রেজেনটেটিভের(প্রতিনিধিসভা) নিম্নকক্ষে পাশ হল নয়া মানচিত্র অনুমোদনের সংবিধান সংশোধনী বিল। ভারতের আপত্তি উড়িয়ে লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখ নেপালের অন্তর্ভুক্ত করা হয়েছে।
পার্লামেন্টের নিম্নকক্ষ নেপাল প্রতিনিধিসভার সদস্যসংখ্যা ২৭৫। এই বিলটি পাশের জন্য প্রয়োজন ছিল দুই-তৃতীয়াংশের সমর্থন। শাসকদল নেপাল কমিউনিস্ট পার্টির পাশাপাশি প্রধান বিরোধী দল নেপালী কংগ্রেস এবং ভারতীয় বংশোদ্ভূত মদেশীয় নেপালী দলগুলিও বিলটি সমর্থন করে। এদিন বিলের পক্ষে পড়ে ২৫৮টি ভোট। প্রতিনিধিসভার মুখপাত্র রোজনাথ পাণ্ডে বলেছেন, ‘‘বিতর্কের পর ভোটাভুটির মাধ্যমে সংবিধান সংশোধনী বিলটি পাশ হয়েছে।”
ভারতীয় বিদেশমন্ত্রক এদিন কাঠমান্ডুর এই পদক্ষেপের “কড়ি নিন্দা” করেছে। মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘‘কৃত্রিমভাবে এলাকা বাড়িয়ে নেওয়ার এমন দাবি ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।’’ তাঁর অভিযোগ, নেপালের এই আচরণ ‘একতরফা’ এবং
‘ঐতিহাসিক ঘটনাপ্রবাহের পরিপন্থী’।