নিউজপিডিয়া ডেস্কঃ দুয়ারে বাংলার বিধানসভা ভোট। ফলে রীতি অনুযায়ী রাজনৈতিক দলগুলির একে অন্যকে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। ভোটের আগে প্রায়ই একের পর এক পাল্টা সভার আয়োজনও করছে তৃণমূল-বিজেপি। আর এই সভা করতেই দিল্লি থেকে নেতা মন্ত্রীরা উড়ে আসছেন বাংলায়। আর এবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের বঙ্গে এসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বীরভূম এবং ঝাড়গ্রামে পরিবর্তন রথযাত্রার সূচনা করবেন তিনি।
অনুব্রত গড় বীরভূমে পরিবর্তন সভার শুরু থেকেই জেপি নাড্ডা তীব্র আক্রমন করছেন তৃণমূলকে। বহিরাগতের পাল্টা জবাব দিয়ে বাংলার দুর্নীতি প্রসঙ্গ, সংস্কৃতির অপব্যবহার টেনে আনছেন তিনি। আর এই প্রসঙ্গেই বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার সংস্কৃতি সংকটে পড়েছে। তৃণমূল সকলকে বহিরাগত বলছে। ভাইয়ে ভাইয়ে লড়াই বাঁধানো হচ্ছে।” তাই মোদী সরকারকে বাংলায় আনার ডাক দিয়ে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় বদল হচ্ছে। তাই তিনি বারবার এ রাজ্যে আসবেন। বাংলা ওঁর মনে রয়েছে। কখনও তিনি খালি হাতে এখানে আসেন না।” এবারের বাজেটেও বাংলাকে ভরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
বেশ কিছু দিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে সভা করতে গিয়েছিলেন। আর সেই সভা থেকেই তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যাওয়া শুভেন্দুকে নিশানা করে তীব্র আক্রমন করেন অভিষেক। এমনকি তাঁর বাবাকে টেনে এনেও হুমকি দেন। সেই প্রসঙ্গ টেনে এনেও জেপি নাড্ডা বলেন, “ভাইপো সভায় দাঁড়িয়ে এমন ভাষা প্রয়োগ করছেন, তা তো মুখে আনা যায় না। সকলের নামের সঙ্গে কোনও না কোনও বিশেষণ জুড়ে দিচ্ছেন। এটা কি বাংলার সংস্কৃতি? তাঁর কথায়, “সস্তায় ক্ষমতা পেয়েছেন তো, তাই মস্তি করছেন।”