নিউজপিডিয়া ডেস্ক: ফের হাসির খোরাক হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ কিশোর কুমারের জন্মদিন হলেও সেকথা তাঁর মনে নেই। করে বসলেন অদ্ভুত কাণ্ড। তাই ফের হাসির খোরাক হয়ে উঠলেন তিনি। আজ, কিশোর কুমারের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে দিলীপবাবু তুলে আনলেন একটি গান, যা আদৌ কিশোরের নয়, মান্না দে’র গাওয়া!
