নিউজপিডিয়া ডেস্ক: কোচবিহারে পর পর দুইদিন করোনা পজেটিভ আসার পর আজ একটু স্বস্তির খবর দিলো জেলা প্রশাসন। গত দুই দিনে পজেটিভ রিপোর্ট এলেও, আজ ৮৮৬ টি রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জেলা শাসক পবন কাদিয়ান এখবর জানিয়েছেন।
গত দুদিনে কোচবিহার জেলায় ৮৭ জনের করোনা পজেটিভ হওয়ার রিপোর্ট আসে। এর মধ্যে সব থেকে বেশী দিনহাটা মহুকুমায়। সেখানে মোট আক্রান্ত ৫১ জন। এরপরেই কোচবিহার সদর, তুফানগঞ্জ ও মাথাভাঙা মহকুমা রয়েছে। তবে মেখলিগঞ্জ মহকুমায় এখনো পর্যন্ত কোন আক্রান্তের খবর পাওয়া যায় নি।
আর, জেলায় একলাফে এতজন করোনা আক্রান্তের জন্য জেলার ৫১ টি এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। ওই কন্টেইনমেন্ট জোনের সংখ্যা দিনহাটা মহকুমাতে সব থেকে বেশী। ওই এলাকা গুলোতে মানুষ যাতে সরকারি বিধি নিষেধ মেনে চলে তার জন্য ব্যাপক প্রচার শুরু করেছে প্রশাসন। মাইক ও লিফলেটের মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে জেলা প্রশাসন সুত্রে জানা গিয়েছে। এরমধ্যেই এদিন ফের এক সাথে একটা বড় সংখ্যায় করোনা পরিক্ষার রিপোর্ট নেগেটিভ আসায়, কিছুটা হলেও স্বস্তি এসেছে প্রশাসন ও জনসাধারণের মধ্যে।