
বিশ্ব মহামারি করোনার প্রকোপ থেকে বাচঁতে দেশ জুড়ে চলছে লকডাউন। এর ফলে ১৬ই মার্চ থেকে বন্ধ দেশের সমস্ত স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি। যার ফলে কলেজ এবং ইউনিভার্সিটি গুলির শিক্ষাবছরের বার্ষিক পরীক্ষা, সেমিস্টার ও নতুন অ্যাকাডেমিক সেশন চালু করা নিয়ে সংশয়ে ছিলেন ছাত্রছাত্রী থেকে শুরু করে কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে নতুন শিক্ষাবর্ষ ও পরীক্ষা নিয়ে নয়া নির্দেশিকা জারি করলো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন।
দেশের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেগুলো কোভিড-১৯ এর জন্য আটকে ছিল সেগুলো আগামী জুলাই মাসে সংঘটিত হবে এবং নতুন শিক্ষাবর্ষ সেপ্টম্বর মাসে চালু করার নির্দেশিকা জারি করেন। ইউজিসি এর ৭জন সদস্য বিশিষ্ট কমিটি শুক্রবার এই নতুন নির্দেশিকা সম্বলিত প্রস্তাব পেশ করেন। ইউজিসি এর এই কমিটির প্রধান ছিলেন হরিয়ানা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আর সি কুহাদ এবং অন্যান্যরা হলেন এ সি পান্ডে(ডিরেক্টর অব ইউনিভার্সিটি এক্সিলেটোর সেন্টার), আদিত্য শাস্ত্রী (ভাইস চ্যান্সেলর অব বনস্থলী বিদ্যাপীঠ) এবং রাজ কুমার (হেড অব পাঞ্জাব ইউনিভার্সিটি)। ইউজিসি এর কমিটির রিপোর্টে বলা হয়েছে , জুলাই এর বদলে সেপ্টেম্বরে নতুন শিক্ষাবর্ষ চালু হবে এবং এই গাইডলাইন উচ্চশিক্ষা পর্যায়ে বাধ্যতামূলক নয় তবে তারা চাইলে এই অনুযায়ী নতুন সেশন চালু করতে পারে।
এই কমিটির গাইডলাইন মেনে দেশের সমস্ত ইউনিভার্সিটিকে আগামি সপ্তাহে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে বলা হয়েছে। এই কমিটির রিপোর্টে আরও বলা হয়েছে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের ভর্তির সময়সীমা বাড়ানো হবে তবে তা অনুমতিসাপেক্ষ। ইউজিসি এর গঠিত অন্য এক কমিটিতে অনলাইন ক্লাস এর কথাও বলা হয়েছে।