নিউজপিডিয়া ডেস্কঃ দুয়ারে বাংলার ভোট। ফলে মতুয়া ভোট একটা বড় ভোটবাক্স সব রাজনৈতিক দলের কাছেই। কেন্দ্রীয় সরকার CAA শুরু করার কথা বললেও তা এখনও কার্যকরী হয়নি। অমিত শাহ CAA র টোপ দেখিয়েই গত লোকসভা নির্বাচনে বিজেপি ঠাকুরনগরে জিতে গেছে। তবে বিধানসভা নির্বাচন আসতে চলল আর এখনও কার্যকরী হল না সেই CAA। আর তাতেই বেজায় ক্ষুব্ধ হয়ে রয়েছে মতুয়ারা।
যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগে জানিয়ে দিয়েছেন যে, মতুয়াদের নাগরিকত্ব তিনি দিয়ে দিয়েছেন। তাও নাগরিকত্ব নিয়ে সংশয় কাজ করছে তাঁদের মধ্যে। তাই অমিত শাহের CAA নিয়ে ঘোষণার দিকেই অধীর আগ্রহে মতুয়ারা চেয়ে আছে। অমিত শাহের এর আগের রাজ্য সফর বাতিল হয়ে যাওয়াতেও বেশ ক্ষেপে উঠেছিলেন তাঁরা। আর তাই এবার তাঁদের শান্ত করতেই অমিত শাহ ঠাকুরনগর থেকে ঘোষণা করে দিল, “কথা দিয়েছিলাম ২০২০ তে CAA আনব। করোনা টিকাকরণ শেষ হলেই, নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে। মুসলিমদের নাগরিকত্বও যাবে না।”
আগের সভা বাতিল হয়ে যাওয়ায় তৃণমূলের একাংশের মধ্যে উচ্ছাস দেখা গিয়েছিল। এদিন সভা থেকে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমন করে বলেন, “মমতা খুব খুশি হয়েছিলেন, আমি না আসায়, কিন্তু উনি না হারা অবধি আমি বারবার আসব। বাংলায় সরকার গড়বে বিজেপি। মমতার বিদায় নিশ্চিত।”