নিজস্ব সংবাদদাতা, মালবাজার: পশ্চিম ডুয়ার্সের মালবাজার মহকুমার এলাকার নাগরাকাটা ও মেটেলি এই দুই ব্লকে একদিনে নতুন করে ২৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে নাগরাকাটা ব্লকে ২০ জন ও মেটেলি ব্লকে ৬ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। কোভিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এদের করোনা পজিটিভ ধরা পড়ে। ব্লক প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার মেটেলি ব্লকের বিভিন্ন এলাকা থেকে ২৪৪ জনের অ্যান্টিজেন টেস্ট করা হয়। এর মধ্যে ৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। এদিন মেটেলি ব্লকের নেওড়া মাঝিয়ালি, মঙ্গলবাড়ি, বাতাবাড়ি, মাথাচুলকা, সোনগাছি ও ইনডং উপ স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শিবির করে অ্যান্টিজেন টেস্ট করা হয় ব্লক সাস্থ্যদপ্তরের উদ্যোগে। পাশাপাশি করোনা বিষয়ে সাধারণ মানুষকে সচেতনও করা হয়।
অপরদিকে নাগরাকাটা ব্লকে ২০ জনের শরীরে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য দপ্তর দ্রুত তাদের চিকিৎসা ব্যবস্থা করছে। এর মধ্যে জিতি চা বাগানে ১৯ জন ও ভগৎপুর চাবাগানের ১ জন ব্যক্তি রয়েছেন। বুধবার এই দুই চাবাগানে র্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়, তাতে নতুন করে সংক্রামিতের সন্ধান পাওয়া যায়। এ নিয়ে জিতি চাবাগানেই মোট ২৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। কিভাবে ওই চা বাগানে সংক্রমণ ছড়াল তার অনুসন্ধান করছেন ব্লক ও জেলা স্বাস্থ্য দপ্তর।
এখনো পর্যন্ত নাগরাকাটা ব্লকে সর্বমোট ১৩৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়েছেন। বুধবার এই দুই চাবাগান মিলিয়ে ৩৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিলো।
পাশাপাশি শুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে ৬৩ জনের লালারস সংগ্রহ করে ভিআরডিএলে পাঠানো হয়েছে বলে গ্রামীণ হাসপাতাল সূত্রে জানা গেছে।
মাল ব্লকে ওয়াশাবাড়ি চা বাগানে ১৫০ জনের র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে করা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে চাবাগানের ফার্মাসিস্ট সঞ্জয় সেন জানান। মাল পৌর এলাকায় নতুন কোনো সংক্রমনের খবর এদিন পাওয়া যায় নি।