নিউজপিডিয়া ডেস্ক: নতুন ভারত সম্পর্কে ভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করেছেন অনেকেই। এবার নতুন করে সেই বিতর্ক উস্কে দিলেন ভূস্বর্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। নতুন ভারতে মুসলিমদেরই সবসময় খলনায়ক বানানো হচ্ছে! এক ট্যুইট বার্তায় তিনি এমনই প্রতিক্রিয়ার মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘বর্তমান নতুন ভারতে একজন মুসলিমকে সর্বদা আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাতে হয়। অন্যের উপর নির্ভর করে চলতে হয়।’
করােনা ভাইরাসের সংক্রমণ থেকে শুরু করে গর্ভবতী এক হাতিকে নৃশংসভাবে হত্যা করার ঘটনাগুলিকে কারণ হিসেবে ধরা হয়েছে। দেশের সমস্ত সমস্যার সৃষ্টি মুসলিমদের কারণে হয়েছে বলে অভিযােগ করা হয়। আর দেশে এই ধরনের নতুন জাতিবিদ্বেষী ব্যবস্থায় মুসলিমরাই হল খলনায়ক। সমস্ত ঘটনায় মুসলিমদেরই দায়ী করার অভিযোগও করেন তিনি।
উল্লেখ্য সম্প্রতি জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই গৃহবন্দী অবস্থায় রয়েছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।