নিজস্ব সংবাদদাতা, মেটেলী: মেটেলী ব্লকের বাতাবাড়িতে ফের একজনের করোনা পজিটিভ ধরা পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা যায়, সংক্রামিত ওই ব্যক্তি বাতাবাড়ি পিএনবি রোড ব্যাঙ্ক পাড়ার বাসিন্দা। বাতাবাড়িতে এই নিয়ে মোট সংক্রমণের সংখ্যা ৪।
জানা যায়, নতুন করে সংক্রামিত ওই ব্যক্তির ৭ আগস্ট লালার নমুনা নেওয়া হয়েছিল মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ আসে।