
বিশেষ প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন আইনজীবী অনিরুদ্ধ রায়। তিনি দীপঙ্কর দত্তের স্থলাভিষিক্ত হলেন। ইতিমধ্যে রাষ্ট্রপতি ভবন থেকে তাঁর নিয়োগের নির্দেশিকা এসেছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তকে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দিয়ে বদলি করেন রাষ্ট্রপতি। তাঁর জায়গায় তৈরি হওয়া শূন্যপদে অনিরুদ্ধ রায়কে নিয়োগ করা হল।
সদ্য বিচারপতি হিসেবে নিয়োগ প্রাপ্ত অনিরুদ্ধ রায় ১৯৯৫ সাল থেকে কলকাতা হাইকোর্টেই আইনজীবী হিসাবে কাজ করছেন। অভিজ্ঞতা ও দক্ষতার নিরিখেই তাঁকে বিচারপতি হিসাবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আইনজীবী বিচারপতির পদে নিযুক্ত হতে চলায় খুশির আবহে আইনজীবীমহল।
তাঁর নিয়োগের ফলে কলকাতা হাইকোর্টে বিচারপতির সংখ্যা হল ৪০। এখনও কলকাতা হাইকোর্টে ৩২ টি শূন্যপদ রইল।