নিউজপিডিয়া ডেস্ক: দেশে প্রতিদিনই ভাঙছে করোনা ভাইরাসে আক্রান্তের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯ হাজার ৮৫১ জন। এর ফলে দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৬ হাজার ৭৭০ জন।
শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে , করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৭৩ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ হাজার ৩৪৮ জন। এছাড়া সুস্থ হয়ে ফিরেছেন ১ লাখ ৯ হাজার ৪৬২ জন। ভারতের সুস্থতার হার ৪৮.২৭ শতাংশ।
করোনায় ক্ষতিগ্রস্ত শীর্ষ ১০ দেশের মধ্যে বর্তমানে সপ্তম স্থানে রয়েছে ভারত। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, গ্রেট ব্রিটেন, স্পেন ও ইতালি।