
দি থার্ড আই ডেস্ক: করোনা মোকাবেলায় লকডাউনের জেরে থমকে জনজীবন। ট্রেন, উড়ান পরিষেবা বন্ধ রয়েছে। সময়ের তালে সবকিছু পরিবর্তনশীল। পরিবর্তন আসবে রেল, ব্যাঙ্কিং ও উড়ান পরিষেবার ক্ষেত্রে। একনজরে নতুন নিয়ম-
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১ মে থেকে ১ লক্ষর বেশি টাকা জমা থাকলে কম সুদ মিলবে। অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা পর্যন্ত থাকলে বার্ষিক ৩.৫% হারে সুদ পাবে গ্রাহক পক্ষান্তরে ১ লক্ষ টাকার বেশি থাকলে ৩.২৫% হারে সুদ মিলবে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১ মে থেকে বন্ধ করে দিয়েছে ডিজিটাল ওয়ালেট। যেসব গ্রাহক পিএনবির Kitty wallet ব্যবহার করেন, তাঁরা পড়ে থাকা রাশি (টাকা) খরচ করতে পারবেন বা আইএমপিএসের মাধ্যমে অন্য খাতায় (অ্যাকাউন্ট) টাকা ট্রান্সফার করতে পারবেন। যদি ব্যালেন্স শূন্য হয়, তবেই গ্রাহক সেই ওয়ালেট বন্ধ করতে পারবেন। গ্রাহকরা ব্যাঙ্কে নথিভুক্ত মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে গ্রাহককে প্রথমে ওয়ালেটে জমা টাকা খরচ করতে হবে এবং ওয়ালেট বন্ধ করতে হবে। তাছাড়া ব্যাঙ্কে নথিভুক্ত মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে না।
কোভিড-১৯ সংক্রমণ রোধে প্রত্যেকবার ব্যবহারের পর এটিএম পরিষ্কার করা হবে। ইতিমধ্যে গাজিয়াবাদ ও চেন্নাইয়ে শুরু হয়েছে। তবে হটস্পট পুরসভা রোজ দু’বার এটিএম স্যানিটাইজ করবে। স্যানিটাইজেশনের নিয়ম অমান্য করা হলে এটিএম সিল করে দেওয়া হবে।
লকডাউন পরবর্তীকালে রেল পরিষেবা শুরু হলে নয়া নিয়ম লাগু হবে। নয়া নিয়ম অনুযায়ী, রিজার্ভেশন তালিকা প্রকাশের ২৪ ঘন্টার পরিবর্তে মাত্র ৪ ঘণ্টা আগে পর্যন্ত যাত্রীরা নিজেদের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন। তবে কোন যাত্রী স্টেশন পরিবর্তন করার পর টিকিট বাতিল করলে তিনি কোনও অর্থ ফেরত পাবেন না।
১ মে থেকে টিকিট বাতিলের জন্য এয়ার ইন্ডিয়ায় কোনও বাড়তি অর্থ দিতে হবে না। ১ মে থেকে ক্যানসেলেশন চার্জ নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে শর্ত হল টিকিট কাটার ২৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল বা পরিবর্তন করলে ক্যানসেলন বাবদ কোনও টাকা নেওয়া হবে না।
পেনশনভোগীরা অবসব গ্রহণের সময় যাঁরা কমিউটেশন বেছে নিয়েছিলেন, মে মাস থেকে তাঁদের পুরো পেনশন দেওয়া শুরু করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গ্যানাইজেশন। এর ফলে, প্রতি মাসে ৬.৩ লাখ গ্রাহক উপকৃত হবেন।