
দি থার্ড আই ডেস্ক : মিথ্যে ও ভুয়ো খবর ছড়াতে হোয়াটস অ্যাপ এর অপব্যবহার চলছেই। এবার তাই ভুয়ো খবর রুখতে নতুন নিয়ম আনছে হোয়াটসঅ্যাপে। নভেল করোনা ভাইরাসে দিশেহারা সারা বিশ্ব।সেই করোনা ভাইরাস নিয়ে ভুয়ো খবর দ্রুত ছড়িয়ে পড়ছে হোয়াটস অ্যাপে। এই অ্যাপের মাধ্যমে যাতে ভবিষ্যতে দ্রুত মিথ্যে খবর ছড়িয়ে না পড়ে সেই জন্য ম্যাসেজ ফরোয়ার্ড করার ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসছে এই সংস্থা।
নতুন নিয়মে বলা হয়েছে, এবার থেকে ম্যাসেজ ফরোয়ার্ড বিষয়টিকে নিয়ন্ত্রণ করা হবে, অ্যাপ ব্যবহারকারীরা একটি ম্যাসেজ একজনকে ফরোয়ার্ড করতে পারবে।
সংস্থাটি জানিয়েছে, এই ব্যবস্থার ফলে মিথ্যে ও ভুয়ো খবর ছড়িয়ে পড়ার প্রবণতা অনেকখানি কমে যাবে।