নিউজপিডিয়া ডেস্ক, ৪ জুলাইঃ উত্তরপ্রদেশের কানপুরে দুষ্কৃতী-পুলিশ গুলির লড়াইয়ে শুক্রবার সকালে ৮ পুলিশ কর্মী প্রাণ হারান। এছাড়া আরও ৭ জন পুলিশ আহত হয়। পুলিশ হন্যে হয়ে মূল অপরাধী বিকাশ দুবেকে খুঁজছে। এই ঘটনার কয়েক ঘন্টা পর সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট ভাইরাল হয়। একটি ফটোতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বিকাশ দুবেকে দেখা যায়। ফেসবুক এবং টুইটারে এই ন্যারেটিভ প্রচার করা হয়।

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, যোগী এবং দাগী অপরাধী বিকাশ দুবে এক ফ্রেমে রয়েছেন।

নিউজপিডিয়া ফ্যাক্ট চেক টিম বিষয়টি নিয়ে অনুসন্ধান চালায়। আমরা দেখি যে ফটোগুলি মোটেও ফেক নয়। কিন্তু ফটোর ক্যাপশন জলজ্যান্ত মিথ্যা। দ্য কুইন্ট নামে এক প্রভাবশালী ওয়েবসাইট ঘেঁটে আমরা জানতে পারি, কানপুরে বিকাশ দুবের এক “নেমশেক” রয়েছেন। ঘটনাচক্রে তিনি আবার বিজেপি নেতা। তিনি ভারতীয় জনতা মোর্চার কানপুর-বুন্দেলখন্ড এরিয়া হেড। ফেসবুকে ভাইরাল হওয়া ছবির ব্যাপারে তিনি বিভ্রান্তি দূর করেছিলেন। তিনি এক ভিডিও ফেসবুকে শেয়ার করে বলেন, “গুজব সম্পর্কে সচেতন হন। যত বেশি সম্ভব এই ভিডিওটি শেয়ার করুন যাতে মানুষ ঘটনার সত্যতা জানতে পারে।” তাঁর ফেসবুক পোস্টের লিঙ্ক নিচে রইলো।
https://m.facebook.com/story.php?story_fbid=600288524256894&id=100028272547969
আমরা দেখি যে যোগীর সঙ্গে বিকাশ দুবের ভাইরাল হওয়া ফটোটি ২০১৯ সালের নভেম্বর মাসের। বিজেপি নেতা বিকাশ দুবে এবং ক্রিমিনাল বিকাশ দুবের ফটো পাশাপাশি রাখলাম।
