স্বাধীনতা সংখ্যা করার কোনো পরিকল্পনা আমাদের ছিল না। নিউজপিডিয়া দৈনিক সন্ধ্যাকালীন ই-পেপারে প্রতি শনিবারে সাহিত্য থাকে। সেরকমই আজকেও সাহিত্য থাকার কথা। কিন্তু আমরা বিষয় ঠিক করে দিয়েছিলাম যে আজকের জন্য মুলত স্বাধীনতা বিষয়ক লেখা দিতে হবে। আর লেখা পাঠানো যাবে বাংলা, কামতাপুরী ও শেরশাবাদিয়া ভাষায়। কামতাপুরী ভাষায় লেখা খুব কমই এসেছে এবং সেগুলি ততটাও পরিণত মনে হয় নি। যে কারণে এই ভাষায় কোনো লেখা থাকছে না। কিন্তু বাকি দুটি ভাষায় এত বেশি লেখা এসেছে যে আমরা আজকেই সিদ্ধান্ত নিলাম, এগুলি নিয়ে আলাদা সংখ্যা হবে। সেই অনুযায়ী আজ স্বাধীনতার দিন-ই দুপুরের পর কাজ শুরু করলাম। এত অল্প সময় নিয়ে কাজ করার জন্য হয়তো কিছু ভুলত্রুটি থাকবে এইজন্য আগাম ক্ষমাপ্রার্থী। ভুল গুলো ধরিয়ে দিলে ভালো লাগবে।
অনেক লেখা খুব বেশি ভালো না হওয়ায় বাদ দিতে হয়েছে। তবে তাঁরা লেখার মান আরও উন্নত করে আগামীতে আবার পাঠাবেন বলে আমরা আশা করি। অল্প সময়ে কাজ করার জন্য সূচীপত্র থাকছে না। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটি।
আপনাদের ভালোবাসায় আমরা স্বাধীনতা সংখ্যা করার পরিকল্পনা না থাকা সত্ত্বেও অল্প সময়ে এই পদক্ষেপ গ্রহণ করেছি। ভবিষ্যতেও নিউজপিডিয়া পাঠক ও লেখকদের থেকে বিপুল সংখ্যক সাড়া ও ভালোবাসা পাবে এই আশা রাখছি।
পত্রিকাটির কোনো দাম রাখা হয় নি। সম্পূর্ণ ফ্রি এই ই-ম্যাগাজিনটি ডাউনলোড করুন নিচের ডাউনলোড অপশনে ক্লিক করে।
অভিনন্দন জানাই।