নিউজপিডিয়া ডেস্ক: ছাত্রবৃত্তি কেলেঙ্কারির বিরুদ্ধে করিমগঞ্জ কৃষক মুক্তি সংগ্রাম সমিতির ডাকে আগামী ১০ ই আগস্ট আমরণ অনশনে পূর্ণ সাহায্য সহযোগিতা করবে এন এইচ ডব্লিউ ও। উল্লেখ্য এক প্রেস বিবৃতিতে এন এইচ ডব্লিউ ও জেলা সভাপতি আব্দুল আলিম বলেন বিগত বৎসর থেকে সমস্ত আসাম তথা বরাক উপত্যকায় সংখ্যালঘু ছাত্র বৃত্তি বৃহত্তর কেলেঙ্কারি হয়েছে। তার মধ্যে অন্যতম করিমগঞ্জ জেলায় কোটি কোটি টাকা আত্মসাৎ করা হলো। কৃষক মুক্তির সদস্যরা কেলেঙ্কারির বিরুদ্ধে মাঠে নেমে উপযুক্ত তথ্য সহ তিন তিনটি মামলা করলেও এখনো পর্যন্ত তদন্ত সহ কোন আসামী গ্রেফতার করতে অসক্ষম করিমগঞ্জ প্রশাসন।
অবশেষে বাধ্য হয়ে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি উপযুক্ত তদন্ত সহ আসামি গ্রেপ্তারের দাবি নিয়ে আমরণ অনশনে বসার ডাক দিয়েছে। এর সঙ্গে সহযোগিতায় বিভিন্ন রাজনৈতিক সহ অরাজনৈতিক সংগঠন এবং ন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন করিমগঞ্জ জেলা কমিটি অনশনে যোগ দেবে। সাংবাদিক সম্মেলন করে খবর জানান এন এইচ ডব্লিউ ওর সদস্য বৃন্দ। সম্মেলনে উপস্থিত ছিলেন সাবির হোসেন মুন্না, সামীম আ.চৌধুরী, জাকারিয়া আহমেদ প্রমুখ।