
মুর্তাজা আলী, দিনহাটা : দেশ জুড়ে চলছে লকডাউন, দিশেহারা সাধারণ মানুষ , রুটি, রোজগার বন্ধ, টান পড়েছে হাঁড়িতে। সাধারণ মানুষ পথ চেয়ে আছেন কে কখন সাহায্য নিয়ে আসেন। আজকে দেখা গেছে কোচবিহারের বিজেপি আইকন তথা জেলার সাংসদ নিশীথ প্রামাণিক এর নতুন উদ্যোগ। তিনি ভেটাগুঢ়ি বাজার সংলগ্ন এলাকায় মানুষের জন্য খাদ্য সামগ্রী সারি সারি সাজিয়ে রেখেছেন এবং সেখানে বলা হচ্ছে ‘যার যেটা খুশি নিয়ে যান, আপনাদের জন্য সাংসদ আছেন সবসময়।’ জেলার সাংসদ নিশীথ প্রামাণিক জানান, “একটি মুক্ত সহায়তা প্ল্যাটফর্মের আয়োজন করা হয়েছে, আমরা আপনার সেবা দেওয়ার জন্য এখানে আছি, যা খুশি তা নিতে পারেন।”
সাংসদ আরও বলেন,
“সর্বশক্তিমানকে ধন্যবাদ জানাই, যিনি আমাকে যখন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন তখন আমাকে মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন।”