বিশেষ প্রতিনিধি, কলকাতা: আবারও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ‘বাংলার উন্নয়নে বাঙালিদের চাইতে অবাঙালিদের অবদান বেশি’- বুধবার কলকাতায় এক সভায় এমনই বিতর্কিত মন্তব্য করেন দিলীপ বাবু। বিরোধী রাজনৈতিক দলগুলো তাঁর এই মন্তব্যের সমালোচনা করেছে।
অবাঙালি এক সংগঠন দ্বারা কলকাতায় আয়োজিত এক সভায় দিলীপ ঘোষ জানান, ‘বাইরে থেকে সবাই রাজ্যে চাকরি করতে এসেছেন। সেই ব্রিটিশ আমল থেকেই প্রায় ২০০ বছর আগে থেকে কাজ করতে, ব্যবসা করতে রাজ্যে আসতেন। গঙ্গার দুই প্রান্তের কল কারাখানাগুলিতে বাংলার বাইরের লোকজনই কাজ করতেন। তাই বাংলার সার্বিক উন্নয়নে বাঙালির চেয়ে অবাঙালি লোকেদের অবদান বেশি।’
সভায় একসময় তিনি বলেন, ‘যারা টাঙা, রিক্সা চালাতেন তারাই আজ বহিরাগত, আর শাহরুখ খান হয়েছেন বাংলার। কাজের তাগিদে বিহার থেকে আগতরা বহিরাগত, আর প্রশান্ত কিশোর হয়েছেন ঘরের ছেলে।’
রাজ্য বিজেপির নেতার এই মন্তব্যের সমালোচনা করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। দিলীপবাবু বাংলাকে বিভাজনের চেষ্টায় রয়েছেন বলে জানান তিনি। নিয়মিত কুরুচিকর মন্তব্য করে চলেছেন তিনি। সিপিএম নেতা শমীক লাহিড়ি বলেন, ‘বাংলার ইতিহাস ভূগোল কিছুই জানেন না আর মানুষকে ভাগ করার পিছনে লেগে রয়েছে। কর্মহীনদের চাকরি, গরিব মানুষের খাদ্যের চিন্তা এদের নেই।’