নিজস্ব সংবাদদাতা, মালবাজার: সেবকে দ্বিতীয় সড়ক সেতু নির্মাণের দাবীতে রাজ্য ও কেন্দ্র সরকারের ক্রমশ টালবাহানার প্রতিবাদে আন্দোলনকে ঝাঁঝালো করতে ডুয়ার্স থেকে করোনেশন ব্রিজ পর্যন্ত পদযাত্রার ডাক দিল সেবকের অরাজনৈতিক সংগঠন ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মস।
এদিন শহরের উদীচী কমিউনিটি হলে সংগঠনের তরফে করা সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ডুয়ার্স ফোরামের সম্পাদক চন্দন রায় জোরালো ভাবে দাবী করেন যে, “১৯৩৭ সালে তৈরী হওয়া মেয়াদ উত্তীর্ন একটি সেতুর ওপর দিয়ে সাধারণ মানুষকে যাতায়াতের জন্য বাধ্য করছেন রাজ্যের ও কেন্দ্রের ক্ষমতাসীন উভয় সরকার। যা মানবাধিকার আইনকে লঙ্ঘন করা হচ্ছে বলেই তিনি দাবী করেছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, “ডুয়ার্সের সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার উভয় সরকারকে কে প্রদান করেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন নতুন সেতু তৈরী হলেও কোনও এক অজ্ঞাত কারণে রাজ্য ও কেন্দ্রের টানাপোড়েনে এই সেতুর কাজ শুরু করা গেল না। এলাকার মানুষজনকে তীব্র কষ্টের মধ্য দিয়ে ও নিজেদের জীবনের বাজি রেখেই যাতায়াত করতে হচ্ছে। ইতিমধ্যেই এই পাহাড়ি পথে বিভিন্ন সময়ে হওয়া বিভিন্ন দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ চলে গেছে। বহু মানুষের দেহ তিস্তা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। যা প্রত্যেকের কাছেই বেদনাদায়ক।”
এদিনের সাংবাদিক সম্মেলনে রাজ্য ও কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করে আগামী ১৩ ই ফেব্রুয়ারী ডুয়ার্স থেকে সেবকে করোনেশন সেতু পর্যন্ত একটি পদযাত্রার ডাক দিয়েছে সংগঠনটি। এ প্রসঙ্গে বলতে গিয়ে সম্পাদক চন্দন বাবু বলেন, “পদযাত্রার মধ্য দিয়ে আগামীদিনের আন্দোলনকে আরও জোরদার করা হবে। আগামীদিনে শিলিগুড়িতে NH 31 অফিসে ধর্ণা ও ঘেরাও আন্দোলন সংগঠিত হবে। যদি তাতেও কোনওরকম সদুত্তর না পাওয়া যায় তবে আরও বৃহত্তর আন্দোলনের পথে আমরা যেতে বাধ্য হবো। এদিনের সাংবাদিক সম্মেলনে সংগঠনের তরফে উপস্থিত ছিলেন সুশান্ত ঘোষ, বাবলু মাঝি, সহ একঝাঁক কর্মকর্তা।