নিবারন রায়, ধূপগুড়ি: ফের কুয়াশা ঘেরা রাতে এক ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি জলঢাকা সড়ক। মঙ্গলবার রাত নয়টার দিকে ধূপগুড়ির লাল স্কুল সংলগ্ন এলাকায় বিয়ে বাড়ির বৌভাত অনুষ্ঠানে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রান হারান দুইজনসহ চৌদ্দ জন। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি পাথর বোঝাই গাড়ির সঙ্গে তিনটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়ে এই দুর্ঘটনা ঘটে।

ধূপগুড়িতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী। বুধবার সকালেই তাঁরা ঘটনাস্থলে আসেন। দুর্ঘটনাস্থল খতিয়ে দেখার পর রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘এটি একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা। সমবেদনা জানানোর ভাষা নেই। তবে মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চালু করেছেন। চালকদের উচিত সেফ ড্রাইভ সেভ লাইফ মেনে গাড়ি চালানো। সেই সঙ্গে আরও জানান, প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে অ্যাক্সিডেন্টের কারন খতিয়ে দেখার। সৌরভ চক্রবর্তী বলেন, ‘ঘটনাটি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। আহতদের চিকিৎসার বিষয়টি রাজ্য সরকার দেখছে এবং মৃতদের প্রতি সহানুভূতি রয়েছে।’