নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ আমাদের রাজ্যের প্রচুর মানুষ ভিনরাজ্যে কাজ করতে যান। লকডাউন চলাকালীন ঘরে ফেরার জন্য তাঁদের যে পরিমাণ দুর্ভোগ পোহাতে হল তা সকলের জানা। এতে প্রচুর মানুষ মৃত্যুবরণও করলেন। অন্যদিকে, বাড়িতে ফিরেও শ্রমিকরা কর্মহীন হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। সরকারের তরফে তাঁদের সাহায্যের উদ্যোগ নেওয়া হলেও তা যথেষ্ট নয়। এই অবস্থায় ভিন রাজ্য ফেরত শ্রমিকদের কর্মসংস্থানের দিশা দেখাতে উদ্যোগী হল উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চ নামে এক সংগঠন। শ্রমিকদের পাশাপাশি স্থানীয় বেকার যুবক যুবতীদেরও “ফ্রি ইন্ড্রাস্ট্রিয়াল কনসালট্যান্সি” দেওয়া হবে ওই সংগঠনের তরফে। গোটা প্রক্রিয়াই হবে অনলাইনে। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার সন্ধ্যা ৬ টা থেকে তারা অনলাইনে কর্মসংস্থানের ব্যাপারে পরামর্শ দেবে। তাঁদের সঙ্গে যোগাযোগের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও (9332096119) দেওয়া হয়েছে।