বিশেষ প্রতিনিধি, কলকাতা: করোনা সঙ্কটকালীন সময়ে আনলক পর্ব শুরু হলেও স্কুলগুলো চালু করা সম্ভব হয়নি। পঠনপাঠন জারি রাখতে অনলাইন মাধ্যম বেছে নেওয়া হয়েছে। তবে তাতে সকলের অংশগ্রহণ করা সম্ভব হয়নি। কারণ, সকলের বাড়িতে ইন্টারনেট সংযোগ, অ্যান্ড্রয়েড ফোনের সুবিধা এখনও নেই। তাই বঞ্চিতদের কথা ভেবে এবার টেলিফোনের মাধ্যমে পঠনপাঠন শুরু করতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।
প্রাথমিক পর্যায়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এর সুযোগ নিতে পারবে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য শ্রেণির পড়ুয়ারাদের জন্যও এই পঠনপাঠন পদ্ধতি শুরু হবে।
তবে টেলিফোনের মাধ্যমে শিক্ষকদের পড়ানোর পদ্ধতির প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়েছে। আর এই বিষয়ে স্কুল শিক্ষা সচিব মণীশ জৈন বিভিন্ন জেলার ডিআই- দের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।
টেলিফোনের মাধ্যমে পড়ানোর জন্য বিষয়ভিত্তিক প্যানেল তৈরি করা হচ্ছে। প্রতিটি জেলার শিক্ষকরা সেই বিষয়ভিত্তিক প্যানেলে যুক্ত থাকবেন। টোল ফ্রি নম্বরের মাধ্যমে পড়ুয়ারা যোগাযোগ করলে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের সঙ্গে তাদের যোগাযোগ করিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে পড়ুয়াদের নাম, শ্রেণি ও বিষয়ের উল্লেখ করতে হবে। প্যানেলের শিক্ষকদের নির্বাচনের কাজে যুক্ত থাকছেন ডিআই- রা ।
উল্লেখ্য যে, লকডাউনের মাঝে টিভির মাধ্যমে পড়ুয়াদের জন্য ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল। অনলাইনেরও সাহায্য নেওয়া হয়েছিল। তাতে প্রত্যেক পড়ুয়ার বাড়িতে টিভি, মোবাইল, ইন্টারনেট সংযোগ ইত্যাদি না থাকার কারণে তাতে বিঘ্ন ঘটে। এর এবার সরাসরি টেলিফোনের সাহায্যে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের মোবাইলের মাধ্যমে পঠনপাঠন চালিয়ে যেতে উদ্যোগী হল রাজ্য শিক্ষা দফতর।