নিউজপিডিয়া ডেস্ক : সরকারি চাকরি প্রার্থীর ক্ষেত্রে নতুন ঘোষণা মধ্যপ্রদেশ সরকারের। এখন থেকে শুধু ভারতীয় নাগরিক হলে নয়, মধ্যপ্রদেশে চাকরি করলে গেলে ওই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবেই মিলতে পারে সরকারি চাকরি। মঙ্গলবার এমনই ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
মুখ্যমন্ত্রী বলেন,”রাজ্য সরকার আজ একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র এ রাজ্যের বাসিন্দাদের জন্যই সরকারি চাকরির দরজা খোলা। এর জন্য আমরা দ্রুত আইন জারি করবো। মধ্যপ্রদেশের সম্পদের উপর কেবল এ রাজ্যের অধিকার আছে।”
তিনদিন আগেই শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছিলেন সরকারি চাকরির ক্ষেত্রে স্থানীয় যুবকদের প্রাধান্য দেওয়া হবে। তার পরেই সরকার এমন সিদ্ধান্ত নিলো।
স্বাধীনতা দিবসের দিন ভোপালে বক্তব্য রাখতে গিয়ে শিবরাজ জানান, সরকার সিঙ্গেল সিটিজেন ডাটাবেস তৈরি করছে। এতে প্রতিটি নাগরিককে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আলাদা করে আবেদন করতে হবে না। লোকাল বাসিন্দাদের জন্য চাকরি সংরক্ষণের প্রতিশ্রুতির পর মঙ্গলবারই সরকার তা ঘোষণা করলো।
শনিবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, “মধ্যপ্রদেশের যুবক যুবতীদের চাকরিতে প্রাধান্য দেওয়া হবে। যখন চাকরি পরিসর কমে আসছে এমন সময়ে দাঁড়িয়ে স্থানীয়দের চাকরি নিশ্চিত করাই আমাদের কর্তব্য। “
সংবিধান বিরোধী এই কথা বলার বিরুদ্ধে আদালতে যান। মুখ্যমন্ত্রীর জেল হয়ে যাবে। এরা এ টুকু জানেনা। কী করে রাজ্যের প্রধান হয়। অরা কি মধ্যপ্রদেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে? এটাই এজেন্ডা বুঝি?