নিউজপিডিয়া ডেস্কঃ একুশের ত্রিফলা ব্রিগেড থেকেই দিনবদলের ডাক সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিরর। এদিন একুশের ব্রিগেডের সভা থেকেই বলেন, “লুটপাটের নয়, জাতপাতেরও নয়। বাংলায় চাই জনহিতের সরকার।”
এদিনের সভার ভিড় রীতিমতো চোখে পড়ার মতো। বিমান বসুর পাশাপাশি এই ব্রিগেডকে ‘ঐতিহাসিক’ বলে দাবি করেন ইয়েচুড়িও। তিনি আরও বলেন, “এবারের ব্রিগেড সবদিক থেকেই ঐতিহাসিক। এই ভিড় বুঝিয়ে দিচ্ছে এ রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে। মানুষের কাছে তৃণমূলের বিকল্প বিজেপি নয়। কারণ একদল দুর্নীতি, লুঠে বিশ্বাসী। আর অন্যদল মানুষে মানুষে বিভেদ তৈরি করতে ব্যস্ত। তাই এবার বাংলায় পরিবর্তন চাই। এবার এ রাজ্যে তৈরি হবে জনহিতের সরকার।”
একুশে ব্রিগেডের সভা থেকে তৃণমূলের বিভিন্ন প্রকল্প নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি, বলেন, “সবাই বলল কিছু হল না। তারপর পাড়ায় সমাধান। এমন সমাধান করেছেন যে বাকি দলটা বিজেপি হয়ে গেল। উনি একাই বাকি। সরকার চাই, যে সরকার আপনারা ঠিক করবেন। আমরা চাই না, একা একা কেউ ঠিক করুক রাজ্য কিভাবে চলবে।”