[vc_row][vc_column][vc_column_text]
নিউজপিডিয়ায় রাজ্যজুড়ে রিপোর্টার নিয়োগ করা হবে।
প্রতিদিন ভিডিও নিউজ পাঠাতে হবে। সাথে খবরটি গুছিয়ে লিখতে হবে। মাসে অন্তত ৩০ টি নিউজ পাঠাতে হবে। মাঝে মাঝে ফিল্ডে লাইভ করতেও হবে।
বাইরে ঘোরাঘুরি পছন্দ হওয়া বাঞ্ছনীয়। পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। অন্য কোনো মিডিয়ার সাথে যুক্তরাও আবেদন করতে পারেন। শুধুমাত্র সাংবাদিকতায় আগ্রহীরাই আবেদন করবেন।
সমাজে ভালো ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে। অর্থাৎ নেশা, মস্তানি বা কোনো অপরাধমূলক কাজকর্মের সাথে যুক্তরা আবেদন করবেন না।
কাজের ভিত্তিতে আই কার্ড ও বুম দেওয়া হবে।
আবেদন করার লিঙ্কঃ https://forms.gle/zGsyLJxVF1gpzAx36
যেসব জায়গায় রিপোর্টার প্রয়োজনঃ
শিলিগুড়ি টাউন, কলকাতা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার শহর, ফালাকাটা জয়গাঁ, কোচবিহার শহর, মাথাভাঙ্গা, সিতাই/শিতলখুচি, দিনহাটা, তুফানগঞ্জ, ইসলামপুর, ডালখোলা, রায়গঞ্জ, গঙ্গারামপুর, কালিয়াচক, মালদা, সাগরদিঘি, রামপুরহাট, বহরমপুর, বেলডাঙ্গা, পলাশী, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, কৃষ্ণনগর, হলদিয়া, দীঘা, খড়গপুর, মেদিনীপুর, পুরুলিয়া।[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column][vc_column_text]অন্যান্য পদের বিজ্ঞপ্তি
https://newzpedia.com/recruitment/[/vc_column_text][/vc_column][/vc_row]