
বিহির আলম: চিনের উহান প্রদেশ থেকে আসা মারণ ভাইরাস করোনা,যার তাণ্ডব এখন গোটা বিশ্বে। এই ভাইরাসের জেরে অসম ও রাজস্থানে পাঠানো হয়েছিল চীনের তৈরি ব়্যাপিড টেস্ট কিট বা পিপিই। কিন্তু এনিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। জানা গিয়েছে , অসম, রাজস্থান সরকার গুনগত মান নিয়ে প্রশ্ন তোলার পরেই ভারত সরকার ওই কিটের বিকল্প খোঁজা শুরু করেছিল। অবশেষে ভারতের জন্য সাহায্যের হাত বাড়াল দক্ষিণ কোরিয়ার এক সংস্থা।
জানা যাচ্ছে, সংস্থাটির ক্ষমতা অনুযায়ী, প্রতি সপ্তাহে ৫ লক্ষ টেস্ট কিট প্রস্তুত করতে পারবে তারা। প্রথম পর্যায়ের টেস্ট কিট আপাতত হরিয়ানা সরকার হাতে পাবে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে এই খবর নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার ভারতীয় দূতাবাস। জানা যাচ্ছে, ওই কোরিয়ান কোম্পানীর সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে। বিশেষ করে গুনগত মান নিয়ে যাতে প্রশ্ন না ওঠে, সেদিক থেকে সতর্ক করেছে ভারতীয় দূতাবাস। সংস্থার চেয়ারপারসন ইয়ং শি চো টুইট করে জানিয়েছেন, “তাঁরা এই সঙ্কটকালে ভারতের পাশে দাঁড়াতে প্রস্তত।”