নিউজপিডিয়া ডেস্ক: এবার পরিবর্তনের হাওয়া সিপিএম সহ বাম শিবিরের প্রচারের আঙ্গিকেও। এব্যাপারে প্রথম চমক তারা এনেছিল ব্রিগেড সভা উপলক্ষে তৈরি করা প্যারোডির মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় সুপারহিট মিউজিক ভিডিও ‘টুম্পা সোনা’র সুর ও তালে তৈরি ওই প্যারোডি কার্যত রাতারাতি ভাইরাল হয়ে যায়। পরে ভোটের প্রচারের জন্য তারা শাহরুখ খান অভিনীত হিট হিন্দি ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’-এর গান ‘লুঙ্গি ডান্স’-এর সুর-তাল নকল করে আর একটি প্যারোডি বাজারে ছেড়েছে। সেটিও কমবেশি গ্রহণযোগ্য হয়েছে তরুণ সমাজে। গান-ভিডিও’র পর এবার নির্বাচনী প্রচারের পোস্টারের ক্ষেত্রেও আমূল পরিবর্তন এনেছে সিপিএম।
বিজেপি ও তৃণমূল পরিচালিত দুই সরকারের বিরুদ্ধে আমজনতার ক্ষোভকে উস্কে দিতে বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে তারা একাধিক আকর্ষক পোস্টার তৈরি করেছে। দলের ছাত্র-যুব ফ্রন্টের তরুণ ছেলে-মেয়েরাই মূলত এই পোস্টারগুলি তৈরি করেছে বলে আলিমুদ্দিন সূত্রে জানানো হয়েছে।