নিউজপিডিয়া ডেস্ক, ২১ জুলাইঃ ১৫১টি যাত্রীবাহী ট্রেনকে বেসরকারী করার সিদ্ধান্ত নেওয়ার পরে, উন্নত সুবিধা ও আধুনিকীকরণের জন্য বেসরকারী সংস্থার কাছে রেলস্টেশন নিলাম করার পরিকল্পনা করছে কেন্দ্র। সোমবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) আয়োজিত ওয়েবিনারকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় রেলপথ মন্ত্রী বলেন, “ট্রেনের বেসরকারীকরণের ফলে ভালো সাড়া পাওয়া গেছে”। তিনি আরো বলেন, “রেল স্টেশনগুলি আধুনিকীকরণের পরিকল্পনা রয়েছে। তারপরে এগুলি পরবর্তী পর্যায়ে বেসরকারী সংস্থার কাছে নিলাম করা হবে।”
ফ্রেইট করিডোর প্রকল্পের কাজ দ্রুত করতে হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। এতদিন কোভিড -১৯ মহামারীজনিত কারণে আটকে ছিল বলে জানান।
তিনি বলেন, “পশ্চিমবঙ্গে করিডোরের অংশের জন্য প্রয়োজনীয় পুরো পরিমাণ জমি এখনও রাজ্য সরকার এই প্রকল্পের জন্য হস্তান্তর করতে পারেনি”। রেলমন্ত্রী বলেন, “রাজ্য সরকার অনুমোদন দিলে কলকাতায় মেট্রো পরিষেবা আবার শুরু হবে”।