নিউজপিডিয়া ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পর করোনা আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের বিজেপি রাজ্য সভাপতি স্বতন্দ্র দেব সিং। তিনি তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে নিজেই সেকথা জানিয়েছেন। জানা গিয়েছে, উপসর্গ থাকায় তিনি করোনা টেস্ট করান এবং আজ রিপোর্ট পসিটিভ আসে।
গত কয়েকদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন প্রত্যেককেই তিনি করোনা টেস্ট করাতে বলেন এবং নিজেকে আইসোলেশনে থাকতে অনুরোধ জানিয়েছেন। তিনি টুইটারে বলেছেন,” আমার মৃদু উপসর্গ থাকায় আমি করোনা টেস্ট করাই এবং রিপোর্ট পসিটিভ আসে। আমার সংস্পর্শে আসা প্রত্যেককে কোয়ারেন্টিনে থাকতে অনুরোধ করছি এবং সম্ভব হলে টেস্ট করান”।
স্বতন্ত্র দেব সিং এখন হোম আইসোলেশনে আছেন এবং প্রত্যেক কে স্বাস্থ্যবিধি মানতে বলেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।