
মোশাররাফ চৌধুরী: বিরল ও পজেটিভ গ্রূপের রক্তদান করে নজির গড়লেন মুর্শিদাবাদের ভাকুড়ির প্রহ্লাদ হালদার। মুর্শিদাবাদের শক্তিপুরের সারথি মন্ডল রক্তশূন্যতা রোগের কারণে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। লকডাউনের কারনে রুগীর পরিবার বিরল গ্রূপের রক্ত সংগ্রহে ব্যর্থ হলে ‘মানব কল্যাণে রক্তদান’ গ্রূপের সঙ্গে যোগাযোগ করেন। তারাই রক্তদাতার সন্ধান দেন। রক্ত দান করে তিনি মন্তব্য করেন, ‘চারিদিকে লকডাউন চলছে, রক্তের জন্য রোগীরা ছটফট করছে। আপনাদের সকলকে অনুরোধ করছি রক্তদানে এগিয়ে আসুন।’
মানব সেবায় কিছু করার তাগিদেই লালগোলার ছেলে মিজারুল হক চলতি বছরের জানুয়ারি মাসে এই হোয়াটস অ্যাপ গ্রূপের প্রতিষ্ঠা করেন। যার উদ্দেশ্য হল অসহায়, মুমূর্ষ, রক্ত সংগ্রহে ব্যর্থ রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করে দেওয়া। গত ১৫ এপ্রিলে তাদের মাধ্যমে একজন দাতা মুর্শিদাবাদ থেকে মালদায় রক্ত দান করে আসেন। এই গ্রূপ এখনও পর্যন্ত ১৪০ জন রক্ত দাতার ব্যবস্থা করেছে। তাদের এই প্রচেষ্টা আগামীতে অন্যদেরকেও অনুপ্রেরণা যোগাবে।