নিউজপিডিয়া ডেস্ক: দেশে চিকিৎসক নিগ্রহ নতুন কিছু নয়। আবারও চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটল ওড়িশার গঞ্জামে। রবিবার বলপূর্বক লেবার রুমে প্রবেশ করতে গিয়ে বাধা পেয়ে চিকিৎসকের কানের লতি কামড়ে দিল এক ব্যক্তি।
গঞ্জামের বেরহামপুরে তারিনি প্রসাদ মহাপাত্র রবিবার সকালে তার অন্তঃসত্বা স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে। হঠাৎ তিনি লেবার রুমে গিয়ে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাকে বাধা দেয় ডাক্তাররা। সেখানে তাকে ঢুকতে বাধা দেওয়া হয়। কিন্তু তাও সেই ব্যক্তি নিষেধ অমান্য করে বলপূর্বক লেবার রুমে ঢুকে স্মৃতি রঞ্জন পট্টনায়েক নামের চিকিৎসককে আক্রমণ করে। এরপর তিনি গায়েনোকলজিস্ট সাকিল খানের কানের লতি কামড়ে দেন।
অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত দাবি করেন, নিরাপত্তারক্ষী ও উপস্থিত স্বাস্থ্য কর্মীরা তার সঙ্গে খারাপ ব্যবহার করে। তাতেই সে মেজাজ হারিয়ে ফেলে।