নিউজপিডিয়া ডেস্ক : দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শ্রমিকদের রাজ্যে ফেরাতে বিশেষ ১০৫ টি ট্রেনের ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ দুপুরে টুইট করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। মুখ্যমন্ত্রী তাঁর টুইটে বলেন, “দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া মানুষ যারা বাংলায় ফিরতে চায়, আমি আনন্দের সাথে ঘোষনা করছি যে তাদের ফেরার জন্য আমরা স্পেশাল ১০৫ টি ট্রেনের ব্যবস্থা করেছি। এই ট্রেন গুলি বিভিন্ন রাজ্যের বিভিন্ন দুরত্ব অতিক্রম করে বাংলার মানুষক নিজ রাজ্যে ফিরিয়ে আনবে”।
কেন্দ্রীয় রেল মন্ত্রী পিয়ুষ গোয়েল অভিযোগ করেন যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভিন রাজ্যে আটকে পড়া বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর কোনো ব্যবস্থা নিচ্ছেন না। মন্ত্রী আরো বলেন, কেন্দ্রের তরফ থেকে শুধুমাত্র ৭ টি ট্রেন পশ্চিমবঙ্গে পৌছানো হয়েছে শ্রমিকদের নিজ জায়গায় সুস্থ ভাবে পৌছানো সুনিশ্চিত করে। এই অভিযোগের পরেই কার্যত ১০৫ টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগেও অমিত শাহ মুখ্যমন্ত্রীকে এই একই বিষয়ে অভিযোগ করে চিঠি লেখেন। অমিত শাহ লেখেন, “এরা আপনার রাজ্যের লোক, আপনি কেন এদের ফেরানোর ব্যবস্থা করছেন না? আপনি এদের আসতে অনুমতি দেন, এরা নিজেদের পরিবারের সাথে দেখা করতে চায়। আমি বিশ্বাস করি যে অর্থনীতি ঠিক হবে এবং এরা চাকরি পেয়ে যাবে। দয়া করে এই ইস্যুতে রাজনীতি করবেন না, কাজ করুন।” এতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে চাপানউতোর বেশ স্পষ্ট হয়েই ধরা পরে। মমতাকে এই চিঠির পর অমিত শাহ বলেন পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে চাইছে না পরবর্তীতে সমস্যা আরও বাড়বে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও মন্ত্রী বলেন পশ্চিম বঙ্গের শ্রমিকরা ঘরে ফিরতে উত্স্যুক। কেন্দ্র ‘শ্রমিক স্পেশাল’ ট্রেনের ব্যবস্থা করবে। এ বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে আরো বলেন,” আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি না। পশ্চিমবঙ্গ সরকার ট্রেন রাজ্যে ঢুকতে দিচ্ছে না। এটা শ্রমিকদের সাথে অন্যায় হচ্ছে।”
রাজ্যের করোনা সংক্রমণ নিয়েও তোপ দাগেন কেন্দ্র সরকার। কেন্দ্রীয় প্রতিনিধি দল করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে মমতার সরকার “বিরোধী দৃষ্টিভঙ্গি ” পোষণ করছে বলে দাবি করেন। কেন্দ্র ও রাজ্যের এই সংঘাতের মধ্যেই পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে ১০৫ টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী যা বিশেষ ফলপ্রসূ হবে বলে আশা করা যায়।
Towards our commitment to helping all our people stuck in different parts of the country and who want to return back to Bengal, I am pleased to announce that we have arranged 105 additional special trains. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) May 14, 2020
উল্লেখ্য এর মধ্যে ৬৯টি ট্রেন থাকছে উত্তরবঙ্গের জন্য এবং ৩৬টি দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের ট্রেনগুলি নিউ কোচবিহার ও মালদার উদ্দেশ্যে যাবে।
নিউ কোচবিহারের উদ্দেশ্যে ৪২ টি।
মালদা স্টেশনের উদ্দেশ্যে ২৪ টি।
খড়গপুর এর উদ্দেশ্যে যাবে ৫ টি ট্রেন
দুর্গাপুর এর উদ্দেশ্যে যাবে ১ টি ট্রেন
হাওড়া এর উদ্দেশ্যে যাবে ২৪ টি ট্রেন
কৃষ্ণনগর এর উদ্দেশ্যে যাবে ৩ টি ট্রেন
বর্ধমান এর উদ্দেশ্যে যাবে ৬ টি ট্রেন
বর্ধমান এর উদ্দেশ্যে যাবে ৬ টি ট্রেন
নিচে সম্পূর্ণ রুট দেওয়া হলো
রাজ্যের মধ্যে ট্রেন কবে চালু হবে??
রাজধানী শহর কলকাতাতে আমরা এখনো অনেকে আটকে রয়েছি, যারা উত্তরবঙ্গ বাসী।।
প্রচন্ড কষ্টে আমাদের দিন কাটছে।। গত দুমাস ধরে আমরা আটকে রয়েছি কলকাতায় ।। ফেসবুকের গ্রুপ থেকে দেখলাম,, তখন বুঝতে পেলাম যে ,আমরা অনেকেই আটকে রয়েছি।
ইন্টার ডিস্ট্রিক্ট ট্রেন অথবা বাস চালানোর ব্যবস্থা করুন।
আমাদের বাড়ি ফিরে যেতে সাহায্য করুন।।
বাবা-মা আত্মীয়-স্বজন খুব চিন্তায় রয়েছেন,, জানিনা আমরা কি করে বাড়ি ফিরব।।
ধন্যবাদ।।
I want to go to home
Kolkata theke NB jete hole ki esob train e otha jabe ? Howrah theke , plz janaben
Amra Keralay achi Khub koste achi amader bari jawar beboshta koro plz
যাদের বাড়ি উত্তর দিনাজপুরএ তারা কীভাবে আসবে??ডালখোলা বা কিষাণগঞ্জ ট্রেন দাঁড়াবে কী(কোচবিহারের ট্রেন)??
অন্য রাজ্যে যাওয়ার ট্রেন কবে থেকে চালু হবে? যারা ক্যান্সার patient বা অন্য গুরুতর অসুস্থ রোগী আছে তাদের চিকিৎসা প্রয়োজন, যাদের 2 মাস আগে operation এর কথা ছিল তারাও তো কিছুই করতে পারছে না, তাদের জন্য কি কিছুই ব্যবস্থা করা যায় না? ট্রেন চালুর ব্যবস্থা কবে হবে জানালে উপকৃত হব।
I am at Jalpaiguri. I want to go to my native place at Purulia. When and which Train is allowed? How i get the Railway tickets for the journey? Please help me.
কলকাতা থেকে কোচবিহার যাব কি করে
টিকিট কাটবো কিভাবে