অশোক মিত্র, ধূপগুড়ি: স্বাধীনতা দিবস উপলক্ষে ধূপগুড়ি বাজারের একাধিক দোকান সাজিয়ে তুলেছে জাতীয় পতাকা দিয়ে। নানান আকারের জাতীয় পতাকায় সেজে উঠেছে দোকান।তবে প্রতিবছরের মতো এবছর স্বাধীনতা দিবসের আগের দিনও বিক্রি নেই জাতীয় পতাকার।ধূপগুড়িতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই এই কারণে অনেকেই বাইরে বের হচ্ছেন না।আবার স্কুলে পতাকা তোলা হবে ছাত্র ছাত্রী ছাড়া।স্কুল কলেজ বন্ধ। বিভিন্ন প্রতিষ্ঠানেও তালা পড়েছে। ফলে ভয়ংকর পরিস্থিতির মধ্যে পড়েছেন সবাই। দীর্ঘদিন লকডাউনের কারণে বহু মানুষ কাজ হারিয়েছেন।ফলে ক্রয় ক্ষমতা নেই অনেকেরই।এই অবস্থায় মানুষ পতাকা কেনার আগ্রহ হারিয়েছেন বলে মনে করছেন ব্যবসায়ীরা। ধূপগুড়ির এক পতাকা ব্যবসায়ী বলেন, ‘‘অন্যান্য বছর এই সময়ে জাতীয় পতাকা জোগান দিতে আমরা হিমসিম খাই।কিন্তু এবার ছবিটা পুরোপুরি বদলে গেছে।