মালবাজার, ৫জুন: শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বৃষ্টি উপেক্ষা করে পরিবেশ প্রেমী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের তরফে বৃক্ষ রোপন করা হয়। সাথে পরিবেশকে রক্ষার বিষয়ে সচেতনতামূলক প্রচার করা হয়। এদিন সকালে মালবাজার শহরের মাউন্টেন ট্র্যাকার ফাউন্ডেশন এর তরফ থেকে মাল শহরের বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপন করা হয়, সাথে পরিবেশ রক্ষা ও করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক প্রচার করে সংগঠনের তরফে।
এদিন মাল থানার পুলিশ কর্মীরা থানা চত্বরে চারা গাছ রোপন করেন। অপর দিকে মালবাজার বিদ্যুৎ দপ্তরের তরফে বিভিন্ন গ্রাহকদের বাড়িতে গিয়ে চারা গাছ রোপন করা হয় এবং সেই গাছের পরিচর্যা ও রক্ষনাবেক্ষনের জন্য সেই গ্রাহকদের দায়িত্ব দেন। সাথে চালসা, ওদলাবাড়ি এলাকায় বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠন চারা গাছ প্রদান, বৃক্ষ রোপন করেন। বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র যুব সংগঠনের তরফেও চারা গাছ বিলি, বৃক্ষ রোপন ও পরিবেশ রক্ষার বার্তা প্রদান করা হয়েছে।