নিউজপিডিয়া ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের প্রবর্তিত বিতর্কিত ৩ কৃষি আইনের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ চলছে কৃষকদের আন্দোলন। তবে হয়তো এই আন্দোলনের সাফল্য মিলতে পারে খুব শীঘ্রই। বুধবার, দশম দফার বৈঠক ছিল কৃষক শ্রেণী ও কেন্দ্রীয় সরকারের মধ্যে। তবে এই বৈঠক হয়তো কিছুটা হলেও স্বস্তিতে ফেলবে কৃষকদের। কৃষি মন্ত্রী জানান, এই আইন এক থেকে দেড় বছরের জন্য স্থগিত থাকতে পারে। সুপ্রিমকোর্টে হলফনামা দিয়ে এই আইন স্থগিত রাখা হতে পারে।

বৈঠক পরবর্তী কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানান, “আলোচনার সময় কৃষকদের জানানো হয়েছে, সরকার এক বা দেড় বছরের জন্য বিতর্কিত কৃষি আইনটি স্থগিত রাখতে প্রস্তুত। কৃষক সংগঠনগুলো সরকারের এই প্রস্তাবে খুশি। তাঁরা জানিয়েছেন, আগামীকাল বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন। তারপর ২২ জানুয়ারি পরবর্তী বৈঠকে নিজেদের সিদ্ধান্তের কথা জানাবেন। আমার মনে হয় আমাদের আলোচনা সঠিক পথে অগ্রসর হচ্ছে এবং আগামী বৈঠকেই কোনও না কোনও সিদ্ধান্তে আমরা পৌঁছে যাব।”
এ প্রসঙ্গে তিনি আরও জানান, আইন স্থগিত রাখা হতে পারে, তবে আইন ফেরানো হবে না। কেবল কিছু সংশোধন হতে পারে। এই বক্তব্যের পর এটাই দেখার ২২ জানুয়ারি আদৌ কোনও সমাধান হয় কিনা।