নিউজপিডিয়া ডেস্ক : দিল্লির ১২ বছরের কিশোরী ধর্ষণ ও খুনের চেষ্টা মামলায় গতকাল প্রধান অভিযুক্ত কে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মুহুর্তে সেই কিশোরী দিল্লির এইমস হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
গত ৪ই আগস্ট সন্ধ্যেবেলা ১২ বছরের কিশোরী বাড়িতে একাই ছিল। কিশোরীর বাবা মা দিন মজুর হওয়ায় বাইরে ছিলেন। সেই সময় ৩৩ বছর বয়সী এক ব্যক্তি তাকে ধর্ষণ করে এবং ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করে। এরপর প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে হসপিটালে ভর্তি করা হয়। পকসো আইনের আওতায় ভারতীয় দণ্ড বিধির ৩০৭ নং ধারায় অভিযুক্তের নামে মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ তদন্ত চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
নির্যাতিতা কিশোরী দিল্লির এইমস এ আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে। গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হসপিটালে নির্যাতিতা ও তার পরিবারের সঙ্গে দেখা করেন। এবং দ্রুত সুবিচারের আশ্বাস দেন। এরপরই পুলিশ একজনকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারকে ১০ লাখ টাকার আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।