নিউজপিডিয়া ডেস্ক: গতকাল রাতে দিল্লিতে আইইডি বিস্ফোরক-সহ এক আইএসআইএস (ISIS) জঙ্গিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধৃত জঙ্গির নাম আবু ইউসুফ খান। জানা গিয়েছে, গতকাল রাতে দিল্লিতে নিরাপত্তারক্ষীদের সাথে জঙ্গিদের তুমুল গুলির লড়াই চলে। এরপরই গ্রেপ্তার হয় ওই জঙ্গি। ঘটনার পর থেকে দেশের রাজধানীসহ উত্তরপ্রদেশেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বিশেষ সূত্রে পুলিশ জানতে পারে যে করোল বাগ ও ধৌলা কুয়ান এলাকার মাঝামাঝি জায়গায় এক জঙ্গি লুকিয়ে রয়েছে। এরপর নিরাপত্তা বাহিনীর স্পেশাল সেল তল্লাশি চালায়। সেই সময় জঙ্গিদের সাথে তুমুল গুলির লড়াই চলে। বেশ কিছুক্ষণ পর আবু ইউসুফ নামে ওই জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে আইইডি (IEDs) বিস্ফোরক ও একটি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছেন এনএসজি কমান্ডোরা।
সূত্রের খবর, আবু ইউসুফ পুলিশকে জানিয়েছেন যে তিনি উত্তরপ্রদেশের বলরামপুরের বাসিন্দা। ইউপির নাম্বার প্লেট নিয়ে মোটরসাইকেলে চড়ে ঘুরছিল সেই সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে সূত্র জানিয়েছে। তার গ্রেপ্তারের পরে, কর্মকর্তারা দিল্লি, ইউপি এবং উত্তরাখণ্ডের ছয়টি জায়গায় অভিযান চালিয়েছে। বিষয়টিকে নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে দেশের রাজধানীতে।