নিজস্ব সংবাদদাতা, মালবাজার: রবিবার বিকেলে লাটাগুড়ি জঙ্গল পথে মহাকাল ধামের কাছে ৩১নং জাতীয় সড়কে একটি ট্রাকের সাথে মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক পর্যটকের মৃত্যু সহ দুই পর্যটক গুরুতরভাবে আহত হন। বাকি দুজনের সামান্য আঘাত লেগেছে। দুই আহত ব্যাক্তি সহ সকলকেই মেটেলি থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মঙ্গলবাড়ি হাসপাতালে নিয়ে যায়।
জানা গেছে পার্শবর্তী কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে একটি সাদা মারুতি গাড়ি করে ডুয়ার্সের মুর্তিতে বেড়াতে এসেছিলেন পাঁচজন পর্যটকের একটি দল। রবিবার মুর্তিতে বেড়িয়ে তারা মেখলিগঞ্জ ফিরে যাবার পথে লাটাগুড়ি জঙ্গল পথে মহাকাল ধাম এলাকায় ৩১ নং জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন।
এদিন বিকেল পাঁচটা নাগাদ গরুমারা জঙ্গলপথে মহাকাল ধামের কাছে ৩১নং জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ছোট গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় দুইজন গুরুতর ভাবে জখম হন। মৃত ও আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। মেটেলি থানার পুলিশ দুটো গাড়িকেই উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।