পবিত্র বর্মন, শিলিগুড়ি: গাড়ির চাকায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। আর এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাস্তা আটকে চরম বিক্ষোভ দেখাল স্থানীয় মানুষজন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ভবেশমোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ, রবিবার সকালে মাংস কিনতে গিয়ে রাস্তা পেরোতেই সিমেন্টের গাড়ির ধাক্কায় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তি শিলিগুড়ির ২৮ নং ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগ উঠছে, ওই এলাকায় দীর্ঘদিন ট্রাফিক পয়েন্টের দাবি জানিয়ে আসলেও প্ৰসাশন ব্যবস্থা নেয়নি। জানা গেছে, মৃত ব্যক্তিকে আটকে রেখে দুপুর পর্যন্ত বিক্ষোভ দেখায় স্থানীয়রা।