নিউজপিডিয়া ডেস্ক: কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইনের বিরোধিতা করে নিজের জীবনের ইতি টানলেন আরও এক কৃষক। হরিয়ানার হিশার জেলার ৪৯ বছর বয়সী ওই কৃষক রবিবার টিক্রি সীমান্ত বিক্ষোভ এলাকা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে নিজেকে একটি গাছে ঝুলিয়ে জীবন শেষ করেন। কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকে সমর্থন করতে এমন সিদ্ধান্ত বলে সুইসাইড নোটে উল্লেখ করেন আত্মহত্যাকারী ওই কৃষক।
বাহাদুরগড় সিটি থানার এসএইচও, বিজয় কুমার জানিয়েছেন, ‘কয়েকজন প্রত্যক্ষদর্শী খবর দিলে তাঁর দেহ উদ্ধার করা হয়। গাছে ঝুলন্ত অবস্থায় ছিল দেহটি। এমন চরম সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রের তিনটি কৃষি আইন দায়ী বলে সুইসাইড নোটে উল্লেখ করেন রাজবীর। আইনটি বাতিল করে তাঁর শেষ ইচ্ছা পূরণে কেন্দ্রের প্রতি অনুরোধ রয়েছে ওই নোটে।’
এর আগেও গত মাসে হরিয়ানার জিন্ডের এক কৃষক কৃষির আইনের বিরুদ্ধে আন্দোলনকে সমর্থন কর টিক্রি সীমান্ত বিক্ষোভ অঞ্চল থেকে প্রায় দু কিলোমিটার দূরে একটি গাছে ঝুলিয়ে আত্মহত্যা করেন। তার আগে ওই একই এলাকায় অপর এক কৃষক বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। শেষে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছিলেন। এক আইনজীবীও সেখানে বিষ পানের মাধ্যমে নিজেকে শেষ করে দেন। কৃষি আইনের বিরুদ্ধে একজন শিখ প্রচারক সন্ত রাম সিংও সিংহু সীমান্তে আত্মহত্যা করেন। ‘কৃষকদের কষ্ট সহ্য করতে পারছি না’ বলে তাঁর সুইসাইড নোটে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য যে, কেন্দ্র সরকারের নতুন কৃষি আইনের বিরুদ্ধে হাজার হাজার বিক্ষুব্ধ কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন গত বছরের ডিসেম্বর থেকে। শনিবার ১০০ দিনে পদার্পণ করা কৃষক আন্দোলনে কয়েক হাজার কৃষক হরিয়ানা ও উত্তরপ্রদেশের সাথে দিল্লি সীমান্তে প্রতিবাদ করে আসছেন। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারী কৃষকরা। যদিও পিছপা হতে নারাজ কেন্দ্র সরকার।