সোমনাথ দত্ত, মালবাজার: গতকাল মালবাজার মহকুমার মেটেলি ব্লকের ইংগু চাবাগানে চাপাতা তোলার সময় বাজ পড়ে জখম হয়েছিলেন ৬ মহিলা চা শ্রমিক। তাঁদের মধ্যে ৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
সেই রেস কাটতে না কাটতেই বৃহস্পতিবার বিকেল ৩টা নাগাদ পুনরায় বাজ পড়ে জখম হলেন এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার পার্শবর্তী কালিম্পং জেলার গরুবাথান ব্লকের পাহাড়ের উপরে অবস্থিত ডালিমটার এলাকায়। জখম ব্যাক্তির নাম অশোক সুনদাস (৪৩)। বর্তমানে সুস্থ আছেন ওই ব্যাক্তি।
ওই ব্যাক্তি জানান, “বিকাল ৩ টা নাগাদ সামনের মাঠে কাজ করছিলাম। আচমকাই আকাশ ঝনঝনিয়ে বাজ পড়ল। মনে হলো কেউ যেন ভাঙা বোতল গায়ে ছুড়ে মারছে। তারপর কিছু ক্ষন জ্ঞান ছিল না। পরে বাড়ির লোকেরা ঘটনাস্থল থেকে নিয়ে আসে।” স্থানীয় এক প্রবীণ ব্যাক্তি জানান, আহত ব্যাক্তি মাঠে কাজ করার সময়ে বাজ পড়ে জখম হন তবে এখন তিনি সুস্থ আছেন। ওই ব্যাক্তির শরীরের বেশ কিছু স্থানে বাজ পরে জখম হওয়ার চিহ্ন রয়েছে।