নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত এক। ঘটনাটি ঘটে গত ১৮ ই মার্চ ২০২১ ইং বৃহস্পতিবার কোতয়ালী থানার অন্তর্গত পুটিমারি ফুলেশ্বরী অঞ্চলের চান্দামারী বাজারের পাশে। গুরুতর আহত ব্যক্তির নাম কৃষ্ণ দাস, তিনি এখন শিলিগুড়ি আনন্দ লোক নার্সিং হোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, চান্দামারী বাজার যাওয়ার পথে কাচুয়ার ধোর নামক এলাকায় এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে স্বাভাবিক গতিতে চলা একটি বাইক। তারা বলেন বাইকে তিনজন ব্যক্তি ছিলেন, নিজেদের সাইটে চলা সত্বেও টোটোকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় কৃষ্ণদাস গুরুতরভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হন। সঙ্গে সঙ্গে কোচবিহার সদরের একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে রোগির অবস্থা খারাপ দেখে নার্সিং হোম কর্তৃপক্ষ আহত ব্যক্তিকে শিলিগুড়িতে রেফার করেন। এখনও তিনি শিলিগুড়ি নার্সিং হোমে চিকিৎসারত। নার্সিংহোম থেকে খবর নিয়ে জানা যায়, কৃষ্ণ দাস নামের ওই ব্যক্তিটি মাথায় প্রচন্ড আঘাত পান এবং ক্রমে মাথা ফুলে যেতে থাকে। যদিও এখনও অবস্থা স্থিতিশীল নয় বলে নার্সিংহোম কর্তৃপক্ষ জানান।
উল্লেখ্য যে আজিম উদ্দিন মিঞার মোটর সাইকেল পাড়ার তিন বন্ধু মতিজুল হক,আমির সোহেল ও আসরাফ হোসেন নিয়ে যায় চান্দামারী যাওয়ার উদ্দেশ্যে কিন্তু পথিমধ্যে এই দুর্ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আহত ব্যক্তিটির পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় আশরাফ হোসেন চিকিৎসার সকল খরচ বহন করতেছেন যদিও অন্য দুজন বন্ধুর তেমন সাড়া পাওয়া যায়নি। আহত ব্যক্তির পরিবারটি অত্যন্ত গরীব, দুজন উপযুক্ত মেয়ে রয়েছে।এরকম অবস্থায় বাড়ির প্রধান ব্যাক্তিটি গুরুতর অসুস্থ হওয়ায় পরিবারের লোকজন অত্যন্ত চিন্তার মধ্যে রয়েছে। যদিও এলাকার সমাজসেবী ব্যাক্তিরা পরিবারটিকে যথাসাধ্য সাহায্যের আশ্বাস দিয়েছেন কিন্তু পরিবারের আবেদন যদি সরকার কর্তৃপক্ষ তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তাহলে পরিবারটি বেঁচে যেত।