নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: গত ১৭ই এপ্রিল বিধ্বংসী কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছিল সুকটাবাড়ি, মোয়ামারী এবং ঘুঘুমারি বিস্তীর্ণ এলাকা। এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দল , সামাজিক সংগঠন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা।
তেমনি আজ স্থানীয় দুই যুবক শিক্ষক রজব আলী ও নুর ইসলামের উদ্যোগে ও ওয়ান স্টেপ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় কয়েকজন অসহায় পরিবারকে কয়েকবার টিন দিয়ে। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হল। ফাউন্ডেশন এর পক্ষে হাফিজুর রহমান জানান, আগামীতে আমরা আরো কিছু অসহায় ব্যক্তি কে সাহায্যের হাত বাড়িয়ে দেব।
Nice , great work!!!