নিউজপিডিয়া ডেস্ক: একটা ভুলের কারণে প্রায় এক হাজার জন প্রার্থীর চাকরির দরজা খুলে গেল ভারতীয় রেলে। একটি পদে ৮৬৫ জন প্রার্থী নিয়োগের কথা থাকলেও সেই পদে এখন ১ হাজার ৬৮১ জনকে নিয়োগ করছে রেল।
জানা গেছে, উত্তর-পূর্ব রেলে সহকারী লোকো পাইলটে ৮৬৫টি শূন্যপদে নিয়োগের জন্য ২০১৮ সালে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। সেই নিয়োগের জন্য ৩টি ধাপে পরীক্ষাও নেওয়া হয়েছিল। পরবর্তীতে মেডিক্যাল পরীক্ষার পর নথিপত্র যথাযথ খতিয়ে দেখে উত্তীর্ণদের নামের তালিকাও প্রকাশ করা হয়েছিল। সেই তালিকা প্রকাশ করার পরই ধরা পড়ে ভুল। দেখা যায়, চূড়ান্ত তালিকায় ৮৬৫ টি পদের জন্য নাম রয়েছে ১৬৮১ জনের।
তবে রেল নিজেদের ভুলের খেসারত চাপায়নি চূড়ান্ত তালিকায় নাম থাকা অতিরিক্ত প্রার্থীদের। বরং গোরখপুর আরআরবি বিষয়টি জানিয়ে রেলওয়ে বোর্ডে চিঠি দেয়। তারই পরিপ্রেক্ষিতে রেলওয়ে বোর্ড দেশের সব জোনগুলিকে চিঠি লিখে ওই ৮১৬ জনকে নিয়োগের নির্দেশ দেয়।
উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ কুমার সিং জানিয়েছেন, ‘ওইসব প্রার্থীদের অন্য জোনে নিয়োগের ব্যবস্থা চালানো হচ্ছে। অন্য জোনগুলি থেকে প্যানেল দেওয়া হলেই তাঁদেরকে নিয়োগ করা হবে। ঘটনার বিভাগীয় তদন্ত করা হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এত বড় ভুল কীভাবে হল, নাকি অন্য কিছু তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে রেল।