নিউজপিডিয়া ডেস্ক: প্রত্যেক বাবা মা-ই তাঁর সন্তানের জন্য ত্যাগ স্বীকার করেন। যত দুঃখ-কষ্ট-ই আসুক না কেন সন্তানের ভালো করতে সবসময় তৎপর পিতা-মাতা। আর এবার মেয়ের স্কুলের ফিস আর অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোন কিনতে বাধ্য হয়ে শেষ সম্বল গরু বিক্রি করলেন বাবা। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের কাংড়ায় ।
করোনা মহামারিতে স্কুল বন্ধ হলেও ইন্টারনেট এর মাধ্যমে ক্লাস করাচ্ছে স্কুল গুলি। তাই মেয়ের ক্লাসের জন্য দরকার ছিল স্মার্টফোনের কিন্তু টাকার অভাবে কিনতে পারেন নি। অন্যদিকে স্কুলের বেতনও বাকি। তাই গরু বিক্রি করে কিনে দিলেন স্মার্টফোন।
এরপরই কুলদীপ কুমার নামে ওই ব্যক্তির স্মার্টফোন কেনার গল্প ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। এই খবর পেয়ে নড়ে চড়ে বসে জেলা প্রশাসন। কুলদীপকে প্রশাসনের তরফ থেকে গরু ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু কুলদীপ তাতে রাজি হননি। তিনি আর্জি জানিয়েছেন যাতে দারিদ্র সীমার নীচে বসবাস করার দরুণ তাঁর বাড়ি টি সংস্কার করে দেওয়া হয়। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।