
বিহির আলম: লকডাউনে গোটা রাজ্য শুরু হয়েছে অনলাইন ক্লাস,আর,এবার কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো অনলাইন ক্লাসের ব্যাবস্থা।
তবে,বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটু ভিন্নপথে অনলাইন ক্লাসের ব্যাবস্থা করেছে। PBU News নামে ইউটিউবে চ্যানেল খুলে ক্লাসের ব্যাবস্থা করেছে, আর,খুব সাড়াও মিলছে ছাত্রছাত্রীদের মধ্যে।
PBU News নামের ওই চ্যানেলে নিয়মিত ক্লাস রেকর্ড করে আপলোড করা হচ্ছে, আর,ছাত্রছাত্রীরা নিজেদের ইচ্ছে মত সময়ে ক্লাস দেখে নিতে পারছে।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের স্টুডিওতে ক্লাস গুলি রেকর্ড করা হচ্ছে। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত অধ্যাপকরা বহুদুরে আছে,তাদের নিয়মিত ক্লাস করার জন্য টাটা কনসালটেন্সি সার্ভিস(TCS)এর সাথে চুক্তি করে তাদের ক্লাস গুলিও আপলোড করার চেস্টা চলছে।