নিউজপিডিয়া ডেস্কঃ ২৭ মার্চ ভোট শুরু হয়েছে বাংলায়। কেবল হয়েছে প্রথম দফার ভোট। আগামীকালই আবার হতে চলেছে দ্বিতীয় দফার ভোট। আর শুধু প্রথম দফা ভোটেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে ১৩ হাজার ২০৭টি। যা ২০১৯ এর লোকসভা নির্বাচনের ভোটে জমা পড়া অভিযোগকে ছাপিয়ে গিয়েছে। গতবারের লোকসভা নির্বাচনে অভিযোগ জমা পড়েছিল ১৩ হাজার ১১৮ টি। আর এবার কেবল প্রথম দফা ভোটেই রেকর্ড সংখ্যক অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনের কাছে। যার বেশিরভাগই বিজেপির বিরুদ্ধে।
প্রথম দফার ভোটে রাজ্যের একাধিক জায়গায় দেখা গেছে সংঘর্ষের চিত্র। ইভিএম মেশিন খারাপ থেকে শুরু করে বোমা উদ্ধার সহ একাধিক ছবি ফুটে উঠেছিল। দ্বিতীয় দফা ভোটের তার আর পুনরাবৃত্তি যাতে না হয় তার দিকেই মনোনিবেশ করেছে নির্বাচন কমিশন। বিশেষ করে যেহেতু দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রামের মত অন্যতম হেভিওয়েট কেন্দ্র রয়েছে। সেহেতু দ্বিতীয় দফার ভোটে আরো বেশি সর্তকতা নেওয়া হচ্ছে। দ্বিতীয় দফার ভোটে সব কেন্দ্র মিলিয়ে মোট ৬৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র নন্দীগ্রামে রয়েছে ২২ কোম্পানি আধা সেনা। এছাড়াও পূর্ব মেদিনীপুরে রয়েছে ১৯৯ কোম্পানি আধা সেনা, পশ্চিম মেদিনীপুরের মোতায়েন করা রয়েছে ২১০ কোম্পানি আধাসেনা, বাঁকুড়া ১৭০ কোম্পানি আধাসেনা ও দক্ষিণ ২৪ পরগনায় ৭২ কোম্পানি আধা সেনা। সব কেন্দ্রেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে।