নিউজপিডিয়া ডেস্ক, ১৬ জুনঃ কলকাতার বাসিন্দা সুতীর্থ দাস সম্প্রতি ই-কমার্স সাইট অ্যামাজনে অর্ডার দিয়েছিলেন “দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো” বইটি। কিন্তু বইটির ডেলিভারি হওয়ার পর তাঁর চক্ষু চড়কগাছ। “দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো”র পরিবর্তে তাঁর কাছে এসে পৌঁছেছে “ভগবত গীতা”। এরপর ফেসবুকে বইটির ছবি পোস্ট করে গোটা ঘটনার কথা জানান সুতীর্থ। নিজের পোস্টে তিনি লেখেন, “প্রথমেই বলি, সম্পূর্ণ লেখাটা পড়ে তারপরই ছবিগুলো দেখবেন, তাহলেই সবচেয়ে ভাল উপভোগ করবেন। যাকে বলে – হেব্বি রগড় হবে! ক্রোনোলজিটা বুঝুন।”
গোটা ঘটনাটি ধাপে ধাপে বর্ণনা করেন সুতীর্থ দাস।
১. গত বুধবার (১০/০৬) অ্যামাজনে একটি বইয়ের সন্ধান পেলাম যেটি ডিস্কাউন্ট প্রাইসে, খুব সস্তায় পাওয়া যাচ্ছিল। বইটির নাম ‘কম্যুনিস্ট ম্যানিফেস্টো।’ চট করে অনলাইনে অর্ডার করে দিলাম – আগাম পেমেন্ট করে। নব্বই টাকার বই, পঞ্চাশ টাকা ডেলিভেরি চার্জ সহ একশ চল্লিশ টাকা কার্ডে পেমেন্ট করে দিলাম।
২. সঙ্গে সঙ্গে একটি মেসেজ পেলাম যে বইটি শুক্রবার ১২ তারিখ কিম্বা শনিবার ১৩ তারিখ ডেলিভারি হবে।
৩. আজ সক্কাল সক্কাল এসএমএস’এ বার্তা পেলাম, ‘শোনো ভাই, তোমার বই নিয়ে আমাদের লোক বেরিয়ে পড়েছে। আজ তুমি পেয়ে যাবে।’
৪. তারপর দুপুর দুটো নাগাদ – আমি তখন অফিসে, বাড়ি থেকে খবর পেলাম যে আমার একটি পার্সেল ডেলিভারি হয়েছে।
৫. সন্ধ্যা বেলায় – এই কিছুক্ষণ আগে, বাড়ি ফিরে প্যাকেট হাতে পেলাম।
৬. তারপর – প্যাকেটের মোড়ক খুলে বই বার করে আমি তো আবাক! এ কী? এ যে “ছিল বেড়াল হয়ে গেল রুমাল!”
৭. ‘কম্যুনিস্ট ম্যানিফেস্টো’র বদলে আমাকে পাঠানো হয়েছে ‘ভগবত গীতা।’ একটা একশ কুড়ি পাতার চটি ভাগবত গীতা। ইংরেজিতে।
৮. এখনও ভেবে পাচ্ছি না, কম্যুনিস্ট ম্যানিফেস্টো বদলে আর কোনও বই নয়, ভগবত গীতা এলো?
ভাল কথা – ইনভয়েস ডিটেলে বইয়ের নাম কিন্তু ‘কম্যুনিস্ট ম্যানিফেস্টো’ দেওয়া আছে! (শেষ ছবিতে)।
সুতীর্থ দাসের ফেসবুক পোস্টটি পড়ে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। কমেন্ট সেকশনে ব্যঙ্গ করেও অনেকে নানা কথা লেখেন।
‘অ্যামাজন’-এর তরফ থেকে ওই ভুল বই ডেলিভারির বিষয়ে কিছু জানানো হয়েছে কি না তা জানা যায়নি। সুতীর্থ দাসও তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেননি যে, গোটা ঘটনাটি তিনি ওই ই-কমার্স সংস্থাকে জানিয়ে বইটি বদলে দেওয়ার আবেদন করেছেন কিনা।