মুতাহার কামাল, চোপড়া: প্রচারে একের পর এক চমক দিয়ে চলেছেন চোপড়ার তৃণমূল কংগ্রেস প্রাথী হামিদুর রহমান। দুদিন আগে দাস পাড়ায় সুবিশাল পথযাত্রার পর বুধবার চোপড়া বিধানসভা কেন্দ্রের সোনাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি বাইক মিছিল করা হল। সোনাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সকাল থেকে শুরু হয় এই বাইক মিছিলটি। মিছিলটি শুরু হয় তিন মাইল রোড থেকে, শেষ হয় সোনাপুর বাজার এলাকায়। গোটা সোনাপুর অঞ্চল পরিক্রমা করেন। এই প্রচার মিছিলে অংশগ্রহণ করেন প্রায় কয়েকশ বাইক। তৃণমূল কংগ্রেস প্রার্থী হামিদুল রহমানের সমর্থনে এই প্রচার মিছিল করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হামিদুর রহমান, ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ, শ্রমিক নেতা কালু সিংহ, প্রধানের প্রতিনিধি শাহিদ আলম, অঞ্চল প্রেসিডেন্ট শুভেন্দু চোধুরী, যুবনেতা সুভাষ দেবনাথ, ছাত্রনেতা রিশাদ আলী সহ আরো অনেকে।